ভোট প্রশিক্ষণে মাত্র ১৮ টাকার টিফিন! অভিযোগ তুলে বিক্ষোভ
নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশিক্ষণে সামান্য টাকার টিফিন দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মালদা শহরে।
মালদা শহরের বেশ কিছু স্কুলে আজ ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ চলছিল। অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশনেও চলছিল প্রশিক্ষণ। অভিযোগ, নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য টিফিন বাবদ ১৭০ টাকা বরাদ্দ করলেও মাত্র ১৮ টাকার টিফিন দেওয়া হয়েছে ভোটকর্মীদের। এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে ছুটে যান গাজোলের বিডিও উষ্ণতা মোক্তান। ভোটকর্মীরা তাঁকে নিজেদের ক্ষোভের কথা জানান।
[ আরও খবরঃ পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận