কংগ্রেস বিধায়কের উদ্বোধনের আগে ফলক ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বাজার আলোকিত করতে বসানো হয়েছিল উচ্চ বাতিস্তম্ভ। উন্মোচনের আগেই সেই বাতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগে চাঁচল থানার বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক আসিফ মেহেবুব। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
চাঁচল-১ ব্লকের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের মতিহারপুর বাজার চত্বর আলোকিত করার জন্য এলাকার কংগ্রেসের বিধায়ক আসিফ মেহেবুবের উদ্যোগে বিওপি প্রকল্প থেকে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে একটি উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়। বাতিস্তম্ভের নিচে বসানো হয় একটি ফলক। সেই ফলকে নাম রয়েছে এলাকার বিধায়ক আসিফ মেহেবুবের। এদিন ওই বাতিস্তম্ভের উদ্বোধনের আগেই রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ফলক ভেঙে দেয় বলে অভিযোগ।
বিধায়ক আসিফ মেহেবুব জানান, মতিহারপুর বাজার চত্বর আলোকিত করার জন্য বিওপি ফান্ড থেকে দুই লক্ষ টাকা ব্যয়ে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল। কিন্তু গতকাল রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই বাতিস্তম্ভের ফলকটি ভেঙে ফেলে। বিষয়টি নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে জেলাশাসক ও রাজ্যসভার স্পিকারকে জানানো হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments