স্বাস্থ্যকর্মীদের হেনস্তার অভিযোগ, উত্তাল গ্রামীণ হাসপাতাল
কর্মরত স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠল মানিকচক গ্রামীণ হাসপাতালে। স্বাস্থ্যকর্মীদের গালিগালাজের পাশাপাশি মারমুখী হয়ে ওঠে রোগীর পরিবারের লোকজন বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামীণ হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মানিকচকের শেখপুরা এলাকার কীটনাশক খাওয়া এক রোগী হাসপাতালে আসে। অভিযোগ, হাসপাতালে এসেই বিভিন্নরকমভাবে কর্মরত নার্স এবং চিকিৎসকদের হেনস্থা করেন রোগীর পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। পুলিশকে ঘটনাস্থলে দেখেই পালিয়ে যায় রোগীর পরিবারের লোকজন। এদিকে, ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকেরা।
মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এক রোগীর পরিবারের লোকজন স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করে। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments