top of page

অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে বাড়ি তৈরির অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীর

অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দোতলা বাড়ি তৈরির অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী।


হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের মালিওর ২ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালশুর গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী সাইনুর খাতুনের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এনিয়ে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরির কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী সাইনুর খাতুন এবং তাঁর স্বামী পরিকল্পনা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুরোনো ভবন ভেঙে সেখানে নিজেদের বসবাসের জন্য দোতলা বাড়ি তৈরি করেছেন। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করছেন সাইনুর খাতুন। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাইনুর খাতুন। তাঁর দাবি, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে যুক্ত ছিলেন তাই চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে।


Complaints of demolishing Anganwadi center protest
অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দোতলা বাড়ি তৈরির অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে

হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন,

"এনিয়ে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে"

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page