top of page

মিড-ডে মিলে নিম্নমানের সামগ্রী, বিক্ষোভ চাঁচলে

মিড-ডে মিলের চাল নিম্নমানের ও পরিমাণে কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার চাঁচল-২ নং ব্লকের হোবিনগর প্রাইমারি স্কুলে। চাল-আলু ফেলে ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে, জানান বিদ্যালয় পরিদর্শক।


এক অভিভাবক ছবি খাতুনের অভিযোগ, মিড-ডে মিলে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল। শুধু তাই নয় সঠিক পরিমাণও দেওয়া হচ্ছিল না। যে আলু দেওয়া হয়েছিল তা পচা, শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করেই সকলে একসঙ্গে মিলে প্রতিবাদ করা হয়েছে।



প্রধান শিক্ষক আসামুদ্দিন আহমেদ জানান, দুই কেজি করে চাল মাপতে গিয়ে খানিকটা চাল কমে যায়। তবে যে অভিযোগ তোলা হচ্ছে ততটা চাল কম নেই। আলু গত মাসে কেনা হয়েছিল, সেটা পালটে দেওয়ার কথাও হয়েছিল। কিন্তু লেবার বাজারে বস্তার মধ্যে পচা আলু দিয়ে দিয়েছে। সেটা বোঝা যায়নি। অবর বিদ্যালয় পরিদর্শক তারক মণ্ডল জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page