top of page

প্রার্থীর বাড়িতে ভাঙচুর, ভোটারদের হুমকির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

পুনর্নির্বাচনেও উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। ভোটকেন্দ্রে শান্তিশৃঙ্খলা বজায় থাকলেও ভোটের আগের রাতে জোট প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ভাঙচুর চালানো হয়েছে প্রার্থীর বাড়িতে। অভিযোগ উঠেছে ব্যাপক বোমাবাজিরও।



উল্লেখ্য, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনে পুরো জেলার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকেও ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে ৩টি ও ৮টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, গতকাল রাতেই শাসকদলের দুষ্কৃতীরা জোট প্রার্থী আশরাফুল হকের বাড়িতে হামলা চালায়। ভেঙে ফেলা হয় বাড়ি-গাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকাল থেকেও শাসকদলের লোকজন সাধারণ মানুষকে হুমকি দেয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীয় সহযোগিতায় সাধারণ মানুষ ভোট দিতে যায়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page