রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে রাস্তায় কংগ্রেস
মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধির। এর প্রতিবাদে আজ মালদা জেলার বিভিন্ন প্রান্তে রাস্তায় নামতে দেখা যায় কংগ্রেসকর্মীদের। কোথাও কুশপুতুল দাহ, কোথাও অবরোধ, আবার কোথায় অবস্থান বিক্ষোভ।
শনিবার দুপুরে চাঁচল-১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে তরলতলা দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি গোটা চাঁচল পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেসের নেতা ও কর্মী। অন্যদিকে, অন্যদিকে, জাতীয় সড়কে কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন মালতিপুর বিধানসভা যুব কংগ্রেস নেতৃত্ব।
আপনার মতামত জানান
হ্যাঁ
না
মালদা শহরের পোস্ট অফিস মোড়েও অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয়, এই ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। যতদিন না রাহুল গান্ধিকে লোকসভায় ফিরিয়ে নেওয়া হচ্ছে ততদিন কংগ্রেসের আন্দোলন চলবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments