কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রতুয়া, ব্যাপক বোমাবাজির অভিযোগ
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত রতুয়া ১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রাম। এলাকায় দেদার বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন দু-পক্ষের প্রায় আটজন। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চলছে পুলিশি টহল।
গত পঞ্চায়েত নির্বাচনেও এই এলাকায় রাজনৈতিক সংঘর্ষ বেধে গিয়েছিল। অভিযোগ, সেই ঘটনা নিয়ে এখনও কংগ্রেস ও তৃণমূলের বিবাদ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ সকালে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের আটজন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে রেফার করা হয়েছে। বাকিরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূল কর্মী নাইম শেখ জানান, ভোটের সময় যে মারামারি হয়েছিল, সেই কারণেই আজ সকালে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়৷ কাকারা আমাকে বাঁচাতে এগিয়ে এলেই মারামারি শুরু হয়ে যায়৷ ওরা কাকাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে, গুলি চালায়৷ কাকা আর কাকাতো ভাইকে গুলি লেগেছে৷ ওদের মালদা নিয়ে যাওয়া হয়েছে৷
কংগ্রেস কর্মী সাবিনা খাতুন জানান, আজ সকালে দেওর পাট বিক্রি করতে যাচ্ছিলেন৷ সেই সময় তৃণমূলের লোকজন দেওরের সামনে বোমা ছুঁড়তে শুরু করে৷ ভয়ে দেওর বাড়ি ফিরে আসে৷ ইট ছুঁড়ে আমাদের বাড়ির চালা ভাঙচুরও করেছে ওরা৷
কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম জানান, গতকাল থেকে তৃণমূলের লোকজন আমাদের হুমকি দিচ্ছে৷ আমার এক কাকাতো ভাইকে হাঁসুয়া দিয়ে কুপিয়েছে৷ রতুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। আজ ওরা বাড়ির গলির সামনে বোমাবাজি করতে থাকে। পঞ্চায়েত ভোটের পর থেকে আমার বাড়িতে পুলিশ ক্যাম্প রয়েছে৷ ক্যাম্পে থাকা সিভিক ভলান্টিয়াররা সব দেখেছে৷ গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওরা আমার ভাই ফটিকুল হককে খুন করেছে৷ দু’জনকে আধমরা করেছে৷ অথচ পুলিশ ওদের কিছু করছে না৷ আজ সকালে হঠাৎ ওরা বোমাবাজি শুরু করে৷ ভাইয়ের খুনের আসামি মোস্তাফার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে৷ রতুয়া থানার পুলিশ এখন সেই বোমা লুকোনোর চেষ্টা করছে৷
তৃণমূলের ভাদো অঞ্চল চেয়ারম্যান নাসিম আখতার জানান, আজ সকালে কংগ্রেসের কিছু দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়৷ ওদের হাতে বোমা, বন্দুকও ছিল৷ আমাদের এক কর্মীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওরা। পরিবারের লোকজন বাধা দিলে ওরা হামলা চালায়৷ এই ঘটনায় আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সমস্ত ঘটনা জানিয়ে আমরা রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments