top of page

পঞ্চায়েত নির্বাচনে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার কংগ্রেসের

আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বদলে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার কংগ্রেসের মালদা জেলা সাধারণ সম্পাদকের। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।


আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজ মালতিপুরের জালালপুরে কর্মীসভার আয়োজন করেছিল কংগ্রেস৷ সেই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম বলেন, এবার পঞ্চায়েত ভোটে লড়াই হবে প্রশাসনের সঙ্গে৷ যদি ২০১৮ সালের মতো এবারও পুলিশ ও প্রশাসন ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে কংগ্রেস ছেড়ে কথা বলবে না৷ প্রয়োজনে পুলিশসুপার, জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওদের ঘেরাও করা হবে৷ এই প্রশাসনকে আদালতে টেনে নিয়ে যাওয়া হবে৷ পুরো জেলা স্তব্ধ হয়ে যাবে।



তৃণমূলের জেলা নেতা তথা জেলাপরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান,

কংগ্রেস নেতাদের মাথার ঠিক নেই৷ তাই তাঁরা ভুলভাল বকে বেড়াচ্ছেন৷ জেলা প্রশাসন ও পুলিশ নিজেদের কাজ ঠিকমতো করে যাচ্ছে৷ জেলার উন্নয়নের জন্য পুলিশ, প্রশাসনের আধিকারিক আর দলীয় নেতৃত্ব মিলেমিশে কাজ করছে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page