বন্ধ অঙ্গনওয়াড়ি, নেই চাল-ডাল, সাফাই কর্মীর
খাবার নিতে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্ধ দেখে ক্ষোভ উপভোক্তাদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কর্মী নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন উপভোক্তারা। ঘটনাটি ইংরেজবাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের সাগরদিঘি এলাকার।
প্রায় কয়েক বছর আগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়। আজ সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বাচ্চা কিংবা মায়েদের জলের জন্য আশেপাশের বাড়ির ওপর ভরসা করতে হয়। মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দা যিশু মণ্ডল জানান,
এই আইসিডিএস সেন্টারে পানীয় জল, বিদ্যুৎ কোনো কিছুর ব্যবস্থা নেই। মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকে। কর্মী মাঝেমধ্যেই কেন্দ্রে আসেন না। খাবারের গুণগত মানও তেমন ভালো নয়।
কেন্দ্রের কর্মী মায়া মণ্ডল জানান,
কেন্দ্রের চাল ডাল শেষ হয়ে যাওয়ার কেন্দ্র বন্ধ রয়েছে। তাছাড়া সহায়িকা অসুস্থ রয়েছে, তাঁর দুয়ারে সরকার ক্যাম্পে ডিউটি রয়েছে। কেন্দ্রে বিদ্যুৎ ও পানীয় জল না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইংরেজবাজারের বিডিও জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments