top of page

করোনা আক্রান্ত ক্লার্ক, স্কুলে ছুটল মেডিকেল টিম

স্কুলের হেড ক্লার্কের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই নড়চড়ে বসল জেলা প্রশাসন। আজ মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্কুলে যায়। ওই ক্লার্কের সংস্পর্শে আসা সমস্ত শিক্ষকদের করোনা পরীক্ষা করা হয়।


উল্লেখ্য, গত কয়েক দিন ধরে করোনার লক্ষণ নিয়ে জ্বরে ভুগছিলেন মানিকচক এনায়েতপুর হাইস্কুলের হেড ক্লার্ক। গত মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান। গতকাল স্কুল আসার পর জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তাঁর সঙ্গে প্রতিদিন ১২ জন শিক্ষক একটি ভাড়ার গাড়ি করে স্কুলে আসেন। স্কুল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত ক্লার্ক সহ ওই ১২ জন শিক্ষককে বাড়ি ফেরত পাঠায়। তড়িঘড়ি স্যানিটাইজ করা হয় অফিস ও স্টাফ রুম। আজ মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ণ ঝাঁয়ের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্কুলে যায়। শিক্ষকদের করোনা পরীক্ষার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হয় আজ।



স্কুল সূত্রে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে স্কুল বন্ধ করার কোনও নির্দেশিকা না আসায় যথারীতি স্কুল চলছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page