top of page

করোনায় আক্রান্ত রেলকর্মীর মৃত্যু, আতঙ্ক মালদা শহরে

করোনায় আক্রান্ত হয়ে রেল কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে। বিষয়টি জানতে পেরে পুরসভার পক্ষ থেকে ওই রেলকর্মীর বাড়ি সহ পার্শ্ববর্তী এলাকা জীবাণু মুক্ত করা হয়।


মৃত রেলকর্মী মালদা শহরের মালঞ্চপল্লি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কয়েকদিন আগে তাঁর জ্বর আসে। এরপর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন তার করোনা পরীক্ষা করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারে তাঁকে ভরতি করা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই রেলকর্মীর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মালঞ্চপল্লি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরি।



পরিতোষ চৌধুরি জানান, সকালে বিষয়টি জানতে তিনি জানতে পারেন। পুরসভার পক্ষ থেকে মৃতের বাড়ি সহ আশেপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে। মৃতের বাড়ির অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করাতে বলা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page