top of page

যাই যাই করেও যায়নি। মালদায় বহাল তবিয়তে করোনা

ফের মালদায় করোনার থাবা। গত সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন এক ডাক্তারি পড়ুয়া। পড়ুয়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।


Corona-virus-again-found-in-Malda
মালদায় ফের করোনার হদিশ। প্রতীকী ছবি।

উল্লেখ্য, গত দু’মাসে রাজ্য জুড়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলেনি। অন্ততপক্ষে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এমনই দাবি করা হয়েছে। তবে গত সোমবার মালদায় একটি লালারসের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, ওই লালারসের নমুনা কলকাতার এক বাসিন্দার। তিনি মালদা মেডিকেল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। কিছুদিন আগে তিনি বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পরে তাঁর গলা ব্যথা শুরু হয়। এরপরেই লালারসের নমুনা পরীক্ষা করে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।


মালদা মেডিকেল কলেজের হাসপাতাল সুপার পূরঞ্জয় সাহা জানান,

গত সোমবার মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের করোনা ধরা পড়ে। ছাত্রটিকে হস্টেলে আইসোলেট করে রাখা হয়েছে৷ ইতিমধ্যে পুরো হস্টেল জীবাণুমুক্ত করা হয়েছে। এখনও হস্টেলের অন্য কোনো পড়ুয়ার মধ্যে করোনা উপসর্গ দেখা যায়নি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page