পঞ্চায়েত কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার উপপ্রধান
পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মীকে মারধরের অভিযোগে বিজেপি পঞ্চায়েত উপপ্রধানকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত উপপ্রধানকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত বিজেপি উপপ্রধানের নাম বিপ্লব মণ্ডল।
গত ২৯ জানুয়ারি বিপ্লব মণ্ডলের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের এক কর্মী সজল মণ্ডল। তাঁর অভিযোগ, অমৃতি গ্রাম পঞ্চায়েতে ক্রুটিপূর্ণ বিলে তাঁকে সই করতে চাপ দিচ্ছিলেন উপপ্রধান বিপ্লব মণ্ডল। রাজি না হওয়ায় তাঁকে মারধর করে বিপ্লব মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বিজেপি (#BJP) উপপ্রধানকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত উপপ্রধানকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comentários