১০০ দিনের প্রকল্পে দুর্নীতি! বরখাস্ত ৩
350১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হল দুই গ্রামপঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক ও অন্য একটি ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে। পাশাপাশি দুই গ্রামপঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের প্রকল্প নিয়ে রতুয়া ১ ব্লকের বাহারাল, কাহালা গ্রামপঞ্চায়েত ও মানিকচক ব্লকে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক রাজর্ষি মিত্র। অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরির তত্ত্বাবধানে তদন্ত করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেই তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রামপঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক (জিআরএস) মোঃ রাহত আনসারি, বাহারাল গ্রামপঞ্চায়েতের জিআরএস মানিক আলম এবং মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চৈতালি মণ্ডল। তিন তিন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কাহালা এবং বাহারাল গ্রামপঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ কালবৈশাখীর ঝড়ে মৃত বৃদ্ধা, নিখোঁজ আরও এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments