top of page

অনাস্থার পর অতিরিক্ত দায়িত্ব থেকে অবসর দুই কাউন্সিলরের

গতকাল ইংরেজবাজার পুরসভার ১৫ জন কাউন্সিলর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন৷ আর আজ আরও দুই কাউন্সিলর পুরসভার বাড়তি দায়িত্ব থেকে ইস্তফা দিলেন৷ পুরসভার ২৯ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর, প্রসেনজিৎ ঘোষ ও শুভদীপ সান্যাল আজ পুরসভার ভাইস চেয়ারম্যান ও এসডিও সদরের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন৷



প্রসেনজিতবাবু জানান, দীর্ঘদিন ধরেই শুধুমাত্র রবার স্ট্যাম্পের মত তাঁদের পরিস্থিতি হয়েছিল। তাঁদের ওয়ার্ডগুলি পিছিয়ে পড়া এলাকা। তাঁরা বামফ্রন্ট থেকে তৃণমূলে যোগদান করেছিলাম মানুষের সেবা করার জন্য। পুরসভায় নতুন বোর্ড গঠন হওয়ার পরে প্রথম এই এলাকাগুলিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নজর দিয়েছিলেন। তবে তারপর থেকেই তাঁরা অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন। তাই পুরসভার চেয়ারম্যান তাঁদের যে দপ্তর দিয়েছিলেন, তাঁরা সেই দপ্তর থেকে আজ পদত্যাগ করলেন। তবে তাঁরা কাউন্সিলর পদে থাকছেন৷


পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, পুরসভায় কিছু কাউন্সিলর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ ছিলেন৷ নেত্রী নির্দেশ দিয়েছিলেন সকলকে একসাথে চলতে। চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের ব্যস্ততার জন্য দীর্ঘদিন বোর্ড মিটিং হয়নি। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে পুর পরিসেবায়। আজ দুজন কাউন্সিলর পুরসভার দপ্তর থেকে পদত্যাগ করেছেন৷


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page