top of page

প্রেমিক যুগলের দেহ উদ্ধার, চাঞ্চল্য

Updated: Sep 30, 2020

প্রেমিক যুগলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। গতকাল রাতে কালিয়াচকের জামিরঘাটার ধারারা এলাকায় রেললাইন থেকে ওই যুগলের দেহ উদ্ধার হয়। মালদা মেডিকেলে ওই যুগলকে নিয়ে আসার পথে মৃত্যু হয় প্রেমিকের। পরে মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রেমিকার।



মৃত যুগলের নাম মীর এক্রামূল আলি (১৯) ও জাসমিনা খাতুন (১৬)। দুজনেরই বাড়ি কালিয়াচক ২ ব্লকের বাবলা মীরপাড়ায়। জাসমিনা বাঙ্গীটোলা হাইস্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, গত চার মাস আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কথা জানতে পেরে দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও হয়েছিল। গতকাল রাতে জামিরঘাটার ধারারা এলাকায় যুগলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা এক্রামূলকে মৃত বলে ঘোষণা করেন। কিছু সময় পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জাসমিনার।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page