‘অপরাধী’ গোরুর মালিককে পিটিয়ে খুনের অভিযোগ
হঠাৎ গোরু ছুটে গেলে মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম অজয়কুমার দাস (৪৬)। অভিযোগ, গতকাল রাত ৯টা নাগাদ রাস্তার পাশে গোরু বাঁধছিলেন অজয়বাবু। সেই সময় মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিন প্রতিবেশী। হঠাৎ গোরু ছুটে গেলে মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই ক্ষিপ্ত হয়ে চিরঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি ও তার সঙ্গীরা অজয়বাবুকে মারধর করে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অজয়বাবুর। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়িতে। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা হাসপাতালে পেশ করা হয়েছে।
প্রতীকী ছবি।
Comments