top of page

বন্যায় উন্মুক্ত ভারত-বাংলাদেশ সীমান্ত, নদীপথে বাড়ছে গরু পাচার

ভয়ঙ্কর বন্যায় প্লাবিত মালদা জেলা। মহানন্দা ও পূর্ণভবা নদীর জলে ডুবে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। এর ফলে কার্যত উন্মুক্ত হয়ে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই পরিস্থিতে সীমান্ত পাহারা দেওয়া কঠিন হয়ে পরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। আর এরই সুযোগ নিয়ে নদী পথ দিয়ে বাড়ছে গরু পাচার।


মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার থানার রায়পুর এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচারের সময় ১৫টি গরু ও মহিষ উদ্ধার করল গ্রামবাসী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ভরা বর্ষা ও নদীর জল বেড়ে যাওয়ার ফলে পাচারকারীরা এই সুযোগে রাত্রিবেলা গরুগুলি বাংলাদেশে পাচার করছিলো। সেই সময় গ্রামবাসীরা বাঁধা দিলে পাচারকারীরা ১৫টি গরু ও মহিষ ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে নদীপথে পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page