জমি বিবাদের জেরে বাবা ও ছেলেকে মারধর
জমি বিবাদের জেরে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল ও মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন বীরেন মণ্ডল (৬০) ও হেমন্ত মণ্ডল। বাড়ি মানিকচক থানার নাজিরপুরে।
অভিযোগ, গতকাল সন্ধ্যেয় দিনেশ মণ্ডল, ছেড়ন মণ্ডল সহ চারজন ইট নিয়ে বীরেন মণ্ডল ও হেমন্ত মণ্ডলকে মারধর করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরেন মণ্ডলের ১২ কাঠা জমি রয়েছে। সেই জমিতে জোর পূর্বক চাষ করতে যায় দিনেশ মণ্ডল। বাধা দেওয়ায় বাবা ও ছেলেকে মারধর করে অভিযুক্তরা।
Comments