চুরি করতে গিয়ে ধরা পড়ায় মারধর, হাঁসুয়ার কোপ
চুরির অপরাধে ধরা পড়ে এক ব্যক্তি ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুরের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জখম ব্যক্তির নাম কামাতুল্লা শেখ। বাড়ি যদুপুর গোবিন্দপুর গ্রামে। পেশায় তিনি ভুটভুটি চালক। জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে গভীর রাতে কামাতুল্লা শেখের বাড়ি থেকে নগদ টাকা মোবাইল এটিএম কার্ড চুরি হয়। পার্শ্ববর্তী গ্রামের হাসেন শেখ ও হুসেন শেখ চুরি করে বলে অভিযোগ তোলে কামাতুল্লা শেখ। গ্রামে সালিশি সভায় দুই অভিযুক্ত দোষ স্বীকার করে মোবাইল ফোন ফেরত দেয়। কিন্তু চুরি যাওয়া টাকা পরে দেওয়ার কথা জানায় অভিযুক্ত। অভিযোগ, রবিবার রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিল কামাতুল্লা। সেই সময় গ্রামের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। তাঁকে ব্যাপক মারধর করে। কামাতুল্লাকে বাঁচাতে ছুটে আসে তাঁর ছেলে। অভিযুক্তরা তাঁকেও মারধর করে। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments