top of page

দেড় কোটির হেরোইন সহ গ্রেফতার এক যুবক

Updated: Sep 24, 2020

প্রায় দেড় কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে ইংরেজবাজারের গৌড় মালদা স্টেশন থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৬২০ গ্রাম মাদক দ্রব্য। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।


উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৬২০ গ্রাম মাদক দ্রব্য।

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় গৌড় মালদা স্টেশন এলাকায়। সেখানে সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালায়। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় বেআইনি মাদক হেরোইন। ধৃতকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৬২০ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৫০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম নুর সালাম (২৮)। বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বানিপুর গ্রামে। ধৃত যুবককে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page