মাথায় আগ্নেয়াস্ত্র ধরে স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব লুঠ
ফের দুষ্কৃতীদের কবলে স্বর্ণ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে মাথায় আগ্নেয়াস্ত্র ধরে সর্বস্ব লুঠের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট এলাকায়৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
হরিশ্চন্দ্রপুরের বিঝট গ্রামের বাসিন্দা কমল ঠাকুর। তেঁতুলচক গ্রামে তাঁর অলংকারের দোকান রয়েছে। যদিও সেই দোকান বিহারের আজমগর থানা এলাকায় পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে দোকান বন্ধ করার পর মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় তিন দুষ্কৃতী কমলবাবুকে আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ধরে তাঁর সর্বস্ব লুঠ করে নেয়। কমলবাবুর মোটরবাইকের চাবি ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।
কমলবাবুর ভাই গোবিন্দ ঠাকুর জানান, গতকাল রাতে তিনজন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে দাদার বুক ও মাথায় পিস্তল ধরে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা লুঠ করে পালিয়েছে। সন্ধে সোয়া সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সন্ধেয় এই ঘটনা ঘটা মানে এলাকায় নিরাপত্তার নিয়ে প্রশ্ন থাকবেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments