top of page

সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির মেডিকেল কলেজে

জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীদের সাইবার ক্রাইম সম্পর্কে বিশদে জানাতে আজ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন মহিলা স্বাস্থ্যকর্মীরা। এধরনের প্রশিক্ষণে এই স্বাস্থ্যকর্মীরা যেমন নিজেরা সাইবার ক্রাইম সম্পর্কে বিশদে জানতে পারবেন, তেমনই হাসপাতালে আসা মহিলাদেরও সেসব জানাতে পারবেন। সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানাচ্ছেন জেলার স্বাস্থ্যকর্তারা।


এপ্রসঙ্গে জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী বলেন, সাইবার ক্রাইম নিয়ে মহিলা স্বাস্থ্যকর্মীদের সচেতন করতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদা জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অন্বেষা ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে মোট ১৬ জন কাউন্সিলার রয়েছেন। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগে তিনজন মহিলা কাউন্সিলার রয়েছেন। তাঁদের কাছে অনেক মানুষ আসেন। সেসব মানুষজনের অনেকেই সাইবার ক্রাইমের শিকার হন। তাঁদের সাইবার ক্রাইম নিয়ে সচেতন করতেই মহিলা স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলায় সাইবার ক্রাইম বিশেষজ্ঞ পুলিশ আধিকারিকরা সেই প্রশিক্ষণ দিয়েছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page