top of page

দুলাল সরকার খুনের ঘটনার তদন্তে সাইবার বিশেষজ্ঞ

গতকালই আদালতে একটি মোবাইল উদ্ধারের কথা জানিয়েছিলেন আইনজীবী। দুলাল সরকার খুনের ঘটনায় সেই ফোনে একাধিক তথ্য রয়েছে বলেও দাবি করা হয়েছিল। অবশেষে সেই ফোন থেকে তথ্য বের করতে মালদায় এল সিআইডির সাইবার বিশেষজ্ঞ দল।


আজ দুপুরে আদালতের সামনে মমতা চক্রবর্তীর নেতৃত্ব ওই সাইবার বিশেষজ্ঞদলের প্রতিনিধিরা উদ্ধার হওয়া ফোনের সমস্ত তথ্য বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তাতে ফোন কল রেকর্ডিং, হোয়াটস অ্যাপ চ্যাট, মেসেজ, ইমেইল, ছবি ও কিছু ভিডিয়ো পাওয়া গিয়েছে।


প্রতীকী ছবি।

সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী জানান, ঘটনায় যে ফোন উদ্ধার হয়েছে তার সমস্ত তথ্য আমরা বের করে দিয়েছি। সেই সমস্ত তথ্য ধরে পুলিশ নিজেদের তদন্ত চালাবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page