top of page

মালদায় কিউআর স্ক্যান করে পুরস্কার জিতুন, উদ্যোগ পুলিশের

সাইবার সচেতনতায় এবারের পুজোকে অ্যাডভেঞ্চারাস করে তুলছে মালদা জেলা পুলিশ। প্যান্ডেল হপিংয়ের মাঝেই থাকছে সাইবার ট্রেজার হান্টের সুযোগ। পাশাপাশি নারী নিরাপত্তায় বিশেষভাবে জোর দিচ্ছেন জেলা পুলিশের আধিকারিকরা। রবিবারই উদবোধন হতে চলেছে পিঙ্ক পেট্রোলিং।


শনিবার বিকেলে জেলা পুলিশের তরফে পুজো গাইড ম্যাপের উদবোধন করা হয়। পুজো গাইড ম্যাপের পাশাপাশি শিশুদের পরিচয়পত্র, কার পাসের উদবোধন করেন পুলিশসুপার প্রদীপকুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পুলিশসুপার জানান, ইংরেজবাজার ব্লক ও মালদা শহরে যথাক্রমে ৩৩২টি ও ১২২টি পুজো হচ্ছে। পুজোর দিনগুলোতে মালদা শহর ও চাঁচলের জন্য স্পেশাল ট্র্যাফিকের ব্যবস্থা করা হয়। মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ বিভিন্ন এলাকায় টহল দেবে। উইনার্স স্কোয়াড যেমন শহরে টহল দেবে তেমনই একটু দূরের এলাকার জন্য পিঙ্ক পেট্রোলের ব্যবস্থা করা হচ্ছে। আগামীকালই পিঙ্ক পেট্রোলের গাড়ির উদবোধন করা হবে। এবছর মালদা শহরে ড্রপগেটের সংখ্যা বাড়িয়ে ৭৮টি করা হয়েছে। তবে প্রয়োজনের ভিত্তিতে কিছু গেট অপারেট করা হবে। পুলিশ সহায়তা বুথের সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হয়েছে। প্রতিটি সহায়তা কেন্দ্র থেকে শিশুদের জন্য পরিচয়পত্র পাওয়া যাবে। শহর জুড়ে ৮টি পার্কিংজোন করা হয়েছে। আগামী সোমবার থেকে আমরা ড্রপগেটের ট্রায়াল রান শুরু করছি। দুপুর তিনটে থেকে রাত দুটো পর্যন্ত গেট বন্ধ থাকবে। তবে যদি প্রয়োজন না পড়ে গেট বন্ধ করা হবে না।



পুলিশসুপার আরও জানান, এবারের পুজোয় সাইবার সচেতনতায় আমরা একটি নতুন উদ্যোগ নিচ্ছি। সাইবার সচেতনতাকে আরও মজাদার করে তুলতে আমরা সাইবার ট্রেজার হান্টের ব্যবস্থা করছি। শহর জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপে, পুলিশ বুথে ১৫টি কিউআর কোড থাকবে। সেসব খুঁজে বের করে স্ক্যান করলে সাইবার সচেতনতামূলক প্রশ্ন আসবে। সমস্ত প্রশ্ন খুঁজে উত্তর দিতে পারলে আমরা পুরষ্কৃত করব। একাধিক বিজেতা হলে সেক্ষেত্রে লটারি করা হতে পারে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page