শাসকদল থেকে মুখ ফেরাচ্ছেন সরকারিকর্মীরা
ডিএ ইশ্যুর প্রভাব পড়েছে শাসকদলের ভোট ব্যাংকে। সরকারিকর্মীরা যে শাসকদল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নির্বাচন কমিশনের তথ্য থেকে তা পরিষ্কার। মালদা জেলার দুটি আসনেই পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে পদ্ম শিবির।
মালদা জেলার দুটি লোকসভা আসনের মধ্যে একটি গিয়েছে পদ্মের দখলে। অন্যটি কংগ্রেসের রাজ্যের মধ্যে একটি মাত্র জয় পাওয়া আসন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হলেও এখানেও পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ৩ হাজার ৭৬৯টি বৈধ পোস্টাল ভোট পড়েছে। তারমধ্যে বিজেপি পেয়েছে ১ হাজার ৯১৪টি, তৃণমূল পেয়েছে ১ হাজার ৮১টি। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ৫২৩৭টি পোস্টাল ভোটের মধ্যে বিজেপি পেয়েছে ২ হাজার ৪৯৬টি, কংগ্রেস পেয়েছে ১ হাজার ৪২৯টি এবং তৃণমূল পেয়েছে ১ হাজার ২০১টি ভোট৷
পোস্টাল ভোটের ফলাফল দেখে সহজেই অনুমান করা যেতে পারে, সরকারিকর্মীরা বিজেপির দিকে ঝুঁকছেন। কিন্তু কেন? প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী জানান, গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সরকারিকর্মীরা সবচেয়ে কম ডিএ পান। তার প্রভাব ভোটবাক্সে পড়বেই। যতদিন না অন্যান্য রাজ্যের সমান ডিএ দেওয়া হচ্ছে ততদিন শাসকদল থেকে মুখ ফিরিয়ে নেবেন সরকারিকর্মীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments