top of page

ইংরেজবাজারে ডাকাতির ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৭

গোপন সূত্রে খবর পেয়ে সাত জনের ডাকাত দলকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গাবগাছি এলাকা থেকে অস্ত্রশস্ত্র সহ সাতজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের নাম সানি সরকার, ইন্দ্রজিৎ মণ্ডল, পবিত্র মণ্ডল, রাজ বাসফোর, সুমিত সাহানি, রাজু জয়সওয়াল ও রিপন শেখ। ধৃতরা ইংরেজবাজার ও পুরাতন মালদার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে একটি হাঁসুয়া, একটি লোহার রড ও পাঁচটি চাকু বাজেয়াপ্ত করেছে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জমায়েত করেছিল।


Dacoit-Gang-Busted-In-English-Bazar-7-Arrested
সাত জনের ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page