top of page

সামান্য ঝড়ে ক্ষতি ধানচাষে, সরকারি সাহায্যের দাবি চাষিদের

শেষ মুহূর্তে গতিপথ বদলেছিল ডানা। তবে তার প্রভাবে খানিক ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দেখা মিলেছিল। ডানার সামান্য প্রভাবেই চাষের বেহাল দশা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে৷ চাষিদের অভিযোগ, ঝড় বৃষ্টির প্রভাবে ফলন্ত ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। পচতে শুরু করেছে ধান। এখনও প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি। বুধবার পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদ সদস্যকে এলাকায় ডেকে বিক্ষোভ দেখান চাষিরা। অবিলম্বে সরকারি সাহায্যের দাবি তুলেছেন তাঁরা।


স্থানীয় এক চাষি মোবারক হোসেন জানান, দুই একর জমিতে ধান চাষ করেছি৷ ঝড়ে সব গাছ মাটিতে শুয়ে পড়েছে৷ ৪-৫ দিন ধরে অবস্থাতেই থাকতে থাকতে ধান পচতে শুরু করেছে। শুধু আমার নয়, গোটা গ্রামেরই ধান নষ্ট হয়ে গিয়েছে৷ চাষিরা সকলেই চিন্তায় রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের কোনও কর্তা এলাকায় আসেননি৷ আজ জেলা পরিষদের সদস্য আর প্রধান এসেছিল৷ সমস্ত কিছু দেখানোর পর তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।



আরেক চাষি আবদুল গফুর জানান, ঝড়ে ধান একেবারে শেষ হয়ে গিয়েছে৷ আজ জেলা পরিষদ সদস্য আর প্রধানকে এলাকায় ডাকা হয়েছিল। ওনাদের পুরো পরিস্থিতি দেখানো হয়েছে। কোনও ব্যবস্থা না হলে আমাদের আত্মহত্যা করা ছাড়া গতি নেই৷ আমরা সরকারি ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।


জেলা পরিষদ সদস্য বুলবুল খান জানান, ঝড়ে এলাকার প্রচুর ধান নষ্ট হয়ে গিয়েছে৷ ধান এখনও পাকেনি৷ ফলে মাটিতে পড়ে যাওয়া ধান নষ্ট হবেই৷ আজ পুরো পরিস্থিতি খতিয়ে দেখলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page