সম্পত্তি হাতিয়ে বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে পালাল মেয়ে
সম্পত্তি হাতিয়ে নিয়ে বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে পালাল মেয়ে। গত ১০ দিন ধরে গাছতলাতেই রয়েছেন ওই বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের বাহারাল গ্রামপঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহারাল গ্রামপঞ্চায়েতের উত্তর সাহাপুর এলাকায় বসবাস করেন মীর এরাইত (৮৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম স্ত্রী আমিনা বিবির মৃত্যুর পর বছর পাঁচেক আগে মানোয়ারা বিবি নামে এক মহিলাকে বিয়ে করেন মীর সাহেব। মীর সাহেবের প্রথম পক্ষের পাঁচ মেয়ে ও দুই ছেলে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিন বিঘা জমি ছেলেমেয়েদের সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন তিনি। তবে বৃদ্ধ বাবাকে দেখাশোনা করার কথায় ছোটো মেয়েকে অতিরিক্ত চার কাঠা জমি লিখে দিয়েছিলেন তিনি। সম্পত্তি ভাগের পর কিছুদিন মেয়ের সঙ্গেই ছিলেন মীর সাহেব। অভিযোগ, ১০ দিন আগে সেই মেয়ে মীর সাহেবকে গ্রামের একপ্রান্তে গাছের তলায় রেখে চলে যায়। এরপর গ্রামবাসীদের দয়াতেই গাছের তলায় দিন কাটাচ্ছেন মীর সাহেব।
স্থানীয় এক বাসিন্দা জানান, বিষয়টি পুলিশে, পঞ্চায়েতে জানানো হয়েছিল। কিন্তু বৃদ্ধের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। তাঁরা চান পুলিশ ওই বৃদ্ধকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।
মীর সাহেবের বড়ো পুত্রবধূ মহেতুন বিবি জানান, তাঁরা শ্বশুরকে ঘর থেকে তাড়াননি। ছোটো মেয়েকেই সব সম্পত্তি দিয়েছেন তিনি। সেই কারণেই তিনি ছোটো মেয়ের কাছে থাকতেন। সেই মেয়েই তাঁকে গাছতলায় ফেলে এসেছে।
[ আরও খবরঃ ইংরেজবাজারে স্কুল বাস উলটে আহত বহু পড়ুয়া ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments