Search
বাংলাদেশ সীমান্তে কৃষকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার
- Nov 9, 2019
- 1 min read
Updated: Dec 19, 2019
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ। এই ঘটনায় শনিবার তীব্র চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার গোলাপগঞ্জ খড়িবোনা এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
মৃত ব্যাক্তির নাম নজরুল ইসলাম(৩৫)। বাড়ি খড়িবোনা গ্রামে। নজরুল পেশায় কৃষক ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বের হয় নজরুল। তারপর আর বাড়ি ফেরেনি। সকালে গ্রামের পাশে মাঠে তার রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের অভিযোগ, পাচারকারী সন্দেহে বিএসএফ জওয়ানরা নজরুলকে গুলি করেছে।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
Comments