top of page

খুন করে যুবতির মৃতদেহ ভাসাল গঙ্গায়

  • Feb 24, 2020
  • 1 min read

অবশেষে মৃতদেহ মিলল নিখোঁজ যুবতির। এদিন দুপুরে গঙ্গার নদীর বাখরাবাদ খাড়ির চরে বস্তাবন্দী অবস্থায় ওই যুবতির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


গঙ্গার বাখরাবাদ খাড়ির চরে বস্তাবন্দী অবস্থায় ওই যুবতির মৃতদেহ উদ্ধার হয়

মৃত যুবতির নাম প্রিয়াঙ্কা মণ্ডল (১৮)। বাড়ি বৈষ্ণবনগর থানার সাকিন চর সুজাপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কার সঙ্গে লোকো কলোনির ফিটু ওরফে পিন্টু মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। গত বছর এপ্রিল মাসে ফিটু প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেই ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনা এখনও আদালতে বিচারাধীন। প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, ফিটু ও তার পরিবারের লোকজন প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে গিয়ে কোথাও খুন করে মৃতদেহটি নদীর তীরে ফেলে দেয়।


প্রতীকী ছবি।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page