top of page

মেডিকেল চত্বর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

মালদা মেডিকেল চত্বর থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহর জুড়ে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মেডিকেল সংলগ্ন দোকানের এক চা বিক্রেতা মেডিকেলের নায্য মূল্যের ওষুধের দোকানের পাশে ওই মৃতদেহ দেখতে পান। এখনও পর্যন্ত ওই বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মৃত বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর। বার্ধক্য জনিত কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


প্রতীকী ছবি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page