জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির, তদন্তে পুলিশ
জমিতে ফসল দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম শুকুরুদ্দিন আলি (৫৭)। বাড়ি মানিকচকের বালুটোলা গ্রামে। তিনি কৃষিকাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও জমিতে গিয়েছিলেন শুকুরুদ্দিন সাহেব। সন্ধে নামার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। দেখা যায় জমিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সহ পরিজনদের অভিযোগ, জমিতে গবাদিপশুর বিচরণ রুখতে অবৈধভাবে বিদ্যুতের তার চারপাশে লাগিয়ে রাখে জমির মালিক। সেই তারের সংস্পর্শে এসে তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে শুকুরুদ্দিন সাহেবের।
[ আরও খবরঃ সুখের জোয়ারে চাঁদেই পাড়ি মালদার দম্পতির, কিনলেন জমি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments