top of page

প্রাণনাশের হুমকি, আদালতের দ্বারস্থ মৃত নাবালিকার পরিবার

নাবালিকাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। ঘটনার তিনমাস পরেও অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে সোমবার মালদা আদালতে সুবিচারের আশায় দ্বারস্থ হলেন মৃত নাবালিকার পরিবার।


মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা। বাবা ভিন রাজ্যের শ্রমিক। মা গৃহবধূ। ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুষ্কৃতী সাত্তার সেখ, শওকত শেখ এবং সাত্তার শেখের স্ত্রী হেলিয়া বিবির বিরুদ্ধে।


তিনমাস পরেও অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

ওই নাবালিকার মা জানান, গত ১৬ জানুয়ারি দুই মেয়েকে নিয়ে হাটে গিয়েছিলেন তিনি। বাড়িতে বড়ো মেয়ে একাই ছিল। সেই সময় অভিযুক্তরা বাড়িতে ঢুকে মেয়েকে গণধর্ষণ করে। এরপরই মেয়ের গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে ঘরে ঝুলিয়ে দেয়। ১৭ জানুয়ারি মেডিকেল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মেয়েকে ধর্ষণ করে খুন করেছে অভিযুক্তরা। সেদিনই তাঁরা মানিকচক থানায় ৩ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই ১৮ জানুয়ারি অভিযুক্তরা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুই নাবালিকা মেয়েকে প্রাণনাশের হুমকিও দেয় তারা। তারপর থেকে এখনও পর্যন্ত আত্মীয়দের বাড়িতে লুকিয়ে রয়েছেন তাঁরা। মানিকচক থানার পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।


আইনজীবী প্রদ্যোত ভৌমিক জানান, পুলিশের ভূমিকা অসন্তোষজনক। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা মৃত ওই নাবালিকার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা। মানিকচক থানার পুলিশের বিরুদ্ধে আশাহত হয়ে সোমবার মৃত নাবালিকার মা মালদা আদালতের দ্বারস্থ হয়েছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page