top of page

বিজেপি-তৃণমূল জোটে বোর্ড, লোকসভার আগে বিতর্ক মালদায়

দুই দলের শীর্ষ স্তরের নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পদ্ম শিবির ও ঘাসফুল শিবিরের লড়াই যেন আরও কঠোর মনোভাব নিচ্ছে। ঠিক সময় মালদা জেলায় অন্য ছবি। বিজেপি-তৃণমূল একজোট হয়ে বোর্ড গঠন করছে। আর এতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার বিরোধীরা বিজেপি ও তৃণমূলকে এক মুদ্রার এপিঠ ওপিঠ বলে তুলনা করেছেন। এনিয়েও প্রশ্ন দেখা দিতে শুরু করেছে আম আদমির মধ্যে।


উল্লেখ্য, কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতি সহ ওই ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের বোর্ডে তৃণমূল-বিজেপি জোট হয়েছে৷ এনিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষের দাবি, গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিতে শুধুমাত্র স্থানীয় উন্নয়নের বিষয় কাজ করে। ত্রিশঙ্কু ফলাফল হলে সাধারণ মানুষ সুষ্ঠু বোর্ড গঠন করে এলাকার উন্নয়ন বজায় রাখে। তাছাড়া বিজেপি প্রথম থেকে দাবি করে আসছে রাজ্যের যেসমস্ত পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড রয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। বোর্ডে বিজেপির লোকজন থাকলে সেই দুর্নীতিও রোখা যাবে।



জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন,

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ভুলতে পারেন না৷ জেলার ত্রিস্তর পঞ্চায়েতের কয়েকটি জায়গায় বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান৷ তাই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করেছেন। এই জন প্রতিনিধিরা হয়তো ইতিমধ্যে তৃণমূলে নাম লিখিয়েছেন বা আগামীতে লেখাবেন৷

ঘটনাপ্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, গোটা ব্যাপারটাই সেটিং৷ বহুবার মমতা বিজেপির মন্ত্রীসভার সদস্য হয়েছেন৷ বিজেপি প্রার্থীদের এই রাজ্য থেকে জিতিয়েছেন৷ তৃণমূলের হাত ধরে বিজেপির চার প্রার্থী লোকসভা ভোটে জিতেছিলেন৷ এরাজ্যে বামপন্থীদের ঠেকাতেই এই রাজনীতির সূত্রপাত৷ এই বিষয়গুলি থেকে এটা বারবার প্রমাণিত হচ্ছে।


জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম জানান,

বিজেপি-তৃণমূলের সেটিংয়ের বিষয় আর কারও অজানা নেই। পার্লামেন্টে প্রতিবারই বিজেপিকে সহযোগিতা করেছে তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় দুর্নীতি করেছেন তাতে ইডি-সিবিআই থেকে বাঁচতে তাঁকে মোদির হাত ধরতেই হবে৷ কিছুদিনের মধ্যে হয়তো বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া থেকেও বেরিয়ে আসবে তৃণমূল।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page