top of page

বুথে লিড পাওয়ায় বিজেপিকে দিয়েই কাজ করানোর পোস্টার মালদায়

তৃণমূলি কাউন্সিলরের এলাকায় বিজেপির লিড থাকায়, বিজেপির লোকেদের দিয়েই কাজ করানোর পোস্টার ঘিরে বিতর্ক মালদায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায়। পরিসেবা দিতে না পারলে কাউন্সিলরের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি।


ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায় চারটি বুথ রয়েছে। গত লোকসভা নির্বাচনে প্রতিটি বুথেই লিড পেয়েছে বিজেপি। তারমধ্যে ১২০ নম্বর বুথে বিজেপি পেয়েছে ৭৬০টি ভোট, শাসকদল তৃণমূল পেয়েছে ১৮৫টি ভোট এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২২টি ভোট। এই তথ্য সামনে আসতেই কুলিপাড়া এলাকায় বিজেপিকে দিয়ে কাজ করানোর পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, “কুলিপাড়ায় বিজেপি পেয়েছে ৭৬০টি ভোট, তৃণমূল পেয়েছে ১৮৫ টি ভোট। এবার যার যে কাজ করাতে হবে, তারা বিজেপির লোকেদের দিয়ে সেই কাজ করান।”



জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, তিন বছর ধরে ইংরেজবাজারে বিজেপির বিধায়ক রয়েছেন। মানুষ তাঁকে কোনও সময় প্রয়োজনে পান না। বিজেপি ধর্মীয় রাজনীতি করে সারা দেশে ভোট পেয়েছে। কিছু মানুষ তাতে অতি উৎসাহী হয়ে এসব ভুলভাল পোস্টার লিখেছে। আগামী বিধানসভা, পুরসভা নির্বাচনে এই রেজাল্ট পুরো উলটে যাবে। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী ওই এলাকায় কাউন্সিলর পরিসেবা দেবেন, পুরসভা পরিসেবা দেবে।


বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ জানান, শাসকদলের লোকজন এই যে পোস্টার দিয়েছে তাতে তাদের মানসিকতা প্রকাশ পাচ্ছে। মানুষ ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন। তাঁরা যদি পরিসেবা না দিতে পারেন, তবে পদত্যাগ করুন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page