এক ক্লিকে মিলবে পুরাতন মালদা পুর পরিসেবা
ইংরেজবাজারের পর এবার নাগরিকদের ই-পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত পুরাতন মালদা পুরসভার। আগামী ১ অক্টোবর থেকে এই পরিসেবা শুরু হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার এই উদ্যোগে খুশি নাগরিকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকদের কাছে সহজে পুর পরিসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন। এক ক্লিকে সাধারণ মানুষ ই-ট্রেড লাইসেন্স, লাইসেন্সের রিনিউয়াল, ই-ট্যাক্স পেয়িং ব্যবস্থা, ই-বার্থ ও ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন পরিষেবার সুবিধে নিতে পারবেন। ইংরেজবাজার পুরসভার পর এই সুবিধা পেতে চলেছে পুরাতন মালদা পুরসভার নাগরিকরা। আগামী মাস থেকেই এই পরিসেবা শুরু হচ্ছে।
পুরাতন মালদা পুরসভার প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী জানান, আগামী ১ অক্টোবর থেকে পুরাতন মালদা পুরসভায় ই-পরিষেবা শুরু হবে। অনলাইন পরিষেবা চালু হলে পুর এলাকার নাগরিকদেরও সুবিধে হবে। এতে নাগরিক কিছু অর্থের পাশাপাশি অনেক সময় বাঁচবে। বাড়িতে বসেই নাগরিকরা বাড়ির ট্যাক্স জমা দেওয়া, মিউটেশন করা, বাড়ির প্ল্যান পাশ করাতে পারবেন।
[ আরও খবরঃ ত্রাণ কেলেঙ্কারিতে জড়িত সভাপতি, মামলা করল প্রশাসন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments