top of page

একদিনে সংক্রমিত শতাধিক, টানা লকডাউনের দাবি

রাজ্য সরকারের কোভিড-১৯ হেলথ বুলেটিনের পরিসংখ্যান অনুসারে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৬ জন। দিনের পর দিন করোনা সংক্রমিতের বৃদ্ধির ঘটনায় টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে। যদিও নিয়ে জেলা প্রশাসন কোনও সিদ্ধান্ত নেয়নি।


Demand for lockdown in malda

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গতকাল জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৬ জন। সংক্রমিতদের মধ্যে ১২ জনের অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। এখনও পর্যন্ত মালদা শহরে সংক্রমিত হয়েছেন ৬৬১ জন। পুরাতন মালদা শহরে সংক্রমিত হয়েছেন ১৫৭ জন। দিনের পর দিন শহরাঞ্চলে করোনা সংক্রমণের ঘটনায় টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে দুই পুর এলাকায়।




ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, সংক্রমণ রুখতে মানুষকেই সচেতন হতে হবে৷ পুরসভার পক্ষ থেকে বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে৷ এরপরেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। মানুষ সতর্ক না হলে পুরসভা কিংবা পুলিশের পক্ষে কিছু করা সম্ভব নয়৷

টপিকঃ #CoronaVirus

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page