top of page

চাল-আলু বিলি নিয়ে পুরাতন মালদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ

লকডাউনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে চাল, আলু দেওয়া হচ্ছে। সেই চাল, আলু বিতরণ নিয়ে স্থানীয়দের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ।


লকডাউনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে চাল, আলু বিলি করা হচ্ছে। মঙ্গলবার সকালে পুরাতন মালদার সাহাপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল-আলু বিতরণের কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ২ কেজি করে আলু ও চালের পরিবর্তে তাঁদের ১ কেজি ৬০০ গ্রাম চাল ও ১ কেজি ৮০০ গ্রাম আলু দেওয়া হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, তাঁদের যে খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে তা নিম্নমানের। কেন্দ্রের সামগ্রী নেওয়া বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মায়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থানার পুলিশ।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন


টপিকঃ #Lockdown #অঙ্গনওয়াড়ি

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page