Search
বিএমওএইচের বদলির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 21, 2023
- 1 min read
সম্প্রতি বামনগোলার মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বিএমওএইচের বদলির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ দুপুরে বামনগোলার মুদিপুকুর এলাকার বাসিন্দারা প্রথমে মুদিপুকুর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে কিছুক্ষণের জন্য মালদা-নালাগোলা রাজ্যসড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের সাফ দাবি, অবিলম্বে বামনগোলা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুদীপ কুণ্ডুর বদলি করতে হবে। বিএমওএইচের বদলির জন্য ইতিমধ্যে তাঁরা বিভিন্ন দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন। দ্রুত তাঁদের দাবি মানা না হলে পরবর্তীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments