কংগ্রেস নেতৃত্বকে হেনস্তার প্রতিবাদে রাস্তায় কর্মীরা
গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে দলিত মহিলার মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের হাথরসে নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে মাঝপথে আটকায় পুলিশ, পরে গ্রেফতার করা হয় তাঁদের। উত্তরপ্রদেশ পুলিশের এই হেনস্থার প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। সারা রাজ্যের পাশাপাশি চাঁচল ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
চাঁচল ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে চাঁচল স্ট্যান্ডে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁচল বিধানসভার বিধায়ক আসিফ মেহেবুব। উপস্থিত ছিলেন চাঁচল ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক সহ কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ঘণ্টাখানেক পরে অবরোধ কর্মসূচি তুলে নেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
[ আরও খবরঃ গান্ধিজয়ন্তীতে শহরে স্বচ্ছভারত অভিযান ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios