Search
কম ভোল্টেজের জন্য জ্বলে না আলো, ঘেরাও বিদ্যুৎ দফতর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 23, 2021
- 1 min read
দীর্ঘদিন বিদ্যুতের সমস্যা জানিয়ে অভিযোগ করে ফল মেলেনি। বাধ্য হয়ে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মানিকচকের বিদ্যুৎ দফতরে।
মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর মণ্ডল পাড়ায় শতাধিক পরিবারের বসবাস। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সাত বছর ধরে তাঁরা বিদ্যুতের সমস্যায় ভুগছেন। ভোল্টেজ এতটাই কম বাড়িতে অনেক সময় আলো পর্যন্ত জ্বলে না। প্রবল গরমে ফ্যান বন্ধ থাকায় অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। এই সমস্যা নিয়ে একাধিকবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো হলেও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে আজ তাঁরা বিদ্যুৎ দফতরে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ।
প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভের পর স্টেশন মাস্টারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। তবে সাতদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার কথাও সাফ জানিয়েছেন গ্রামবাসীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments