top of page

অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে পচা আলু ফেলে বিক্ষোভ উপভোক্তাদের

Updated: Dec 29, 2021

অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে পচা আলু ফেলে বিক্ষোভ উপভোক্তাদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামে। অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি, পরিমাপ মতো প্যাকেজিং করে রাখায় কিছু আলু খারাপ হতে পারে। তবে তা পালটে দেওয়া হয়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়া উপভোক্তাদের কম পরিমাণে চাল, ডাল দেওয়ার পাশাপাশি পচা আলু বিলি করছেন। বিষয়টি অঙ্গনওয়াড়ি কর্মীকে জানানো হয়েছিল। কিন্তু তাঁর স্বামী ও ছেলে উপভোক্তাদের গালিগালাজ করে। এরপরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে পচা আলু ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন।



অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি রনিয়ার দাবি, বস্তায় কিছু আলু খারাপ থাকলেও সেগুলো উপভোক্তাদের দেওয়া হয় না। সময় কম থাকায় আগে থেকে পরিমাপ মতো আলু প্যাকেজিং করে রাখতে হয়। পতে পারে সেই কারণে কিছু আলু খারাপ হয়ে গিয়েছে। তবে উপভোক্তারা সেই বিষয়টি জানালে তাঁদের আলু বদলে দেওয়া হয়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page