top of page

জেলাশাসকের কাছে ডেপুটেশন মোটরভ্যান চালকদের

মোটর ভ্যান চলতে দেওয়ার দাবি সহ ৬ দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন মোটরভ্যান চালক ইউনিয়নের। আজ দুপুরে টাউন হল থেকে মোটর ভ্যান চালক ইউনিয়নের একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। শেষে জেলা প্রশাসনিকভবন চত্বরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন মোটরভ্যান চালকরা। পরে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়।


সংগঠনের সভাপতি অংশুধর মণ্ডল জানান, জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে মোটরভ্যান চালানো যাবে না। জেলার প্রায় দশ হাজার মানুষ মোটরভ্যান চালিয়ে রোজগার করছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে সমস্ত মোটরভ্যান চালক পথে বসতে চলেছে। ইতিমধ্যে জেলা প্রশাসন বেশকিছু মোটরভ্যান আটক করেছে। আমাদের দাবি, মোটর ভ্যান চলাচল বন্ধ করা চলবে না, আটকে রাখা মোটরভ্যান দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স দিতে হবে, মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, মোটরভ্যান চালকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে ও মোটর ভ্যান চালকদের জন্য দুর্ঘটনাজনীত বীমা চালু করতে হবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page