Search
একগুচ্ছ দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 25, 2021
- 1 min read
একাধিক দাবি-দাওয়া নিয়ে মিছিল করে পঞ্চায়েত দফতরে ডেপুটেশন দিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মালদা জেলা কমিটি। সোমবার সকালে নরহাট্টা গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন তুলে দেওয়া হয়।
এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সফিকুল আলম, ব্লক সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র সংগঠন ফ্রাটারনিটি মুভমেন্টের সহ জেলা সভাপতি ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা। দাবি-দাওয়াগুলির মধ্যে অন্যতম ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ অর্থ উপযুক্ত ব্যক্তিদের দেওয়া, সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ সুনিশ্চিত করা, পঞ্চায়েতের প্রতিটি কাজ দুর্নীতি মুক্ত ও স্বচ্ছভাবে সংগঠিত করা প্রভৃতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই দাবিদাওয়াগুলি আগামী দিনে না মানা হলে এবং পঞ্চায়েতের প্রতিটি কাজ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে না করা হলে নরহাট্টা গ্রামপঞ্চায়েতের গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments