ডিগ্রি কলেজে ডেপুটেশন এবিভিপি’র, মোতায়েন বিশাল পুলিশবাহিনী
১০ দফা দাবি নিয়ে বামনগোলার পাকুয়াহাট ডিগ্রী কলেজে ডেপুটেশন দিল এবিভিপি। এবিভিপি-র পক্ষ থেকে ছাত্রনেতা সমর বিশ্বাস জানান, কলেজে বিজ্ঞান বিভাগ চালু করা, স্বচ্ছভাবে কলেজে নির্বাচন করা, ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি করা সহ একাধিক দাবিতে আজ ডেপুটেশন দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ সমস্ত দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশনাথ দাস বলেন, এবিভিপি’র পক্ষ থেকে আজ ১০ দফা ডেপুটেশন দেওয়া হয়েছে। কলেজ পরিচালন কমিটির সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে। এদিকে, আজকের ডেপুটেশনকে কেন্দ্র করে কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
Comments