ডিকি ভেঙে এক লক্ষ টাকা নিয়ে পালাল দুষ্কৃতী
মোটরবাইকের ডিকি ভেঙে এক লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ভরদুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল বাজার চত্বরে।

চাঁচল-১ ব্লকের মক্রমপুর গ্রামপঞ্চায়েতের ইসমাইল গ্রামের বাসিন্দা হাসানুজ্জামান বাইক নিয়ে এদিন বাজার লাগোয়া একটি কাপড়ের দোকানে কেনাকাটা করতে এসেছিলেন। তাঁর মোটরবাইকটি কাপড়ের দোকানের সামনে রাখা ছিল। কাপড় কিনে বাইকের সামনে আসতেই দেখেন, তাঁর মোটরবাইকের ডিকি ভেঙে কেউ বা কারা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে। বাজার চত্বরে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি তাঁর মোটরসাইকেলের ডিকি ভেঙে টাকা ছিনতাই করে পালায়। এরপরে হাসানুজ্জামান সাহেব সমস্ত ঘটনা জানিয়ে পুলিশ অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
[ আরও খবরঃ সিগন্যাল লাল হওয়ার পর রথবাড়িতে দড়ি টানার নিয়ম চালু ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments