top of page

দুর্নীতিমুক্ত জেলা গড়তে লড়াইয়ের ঘোষণা সাধনের

মালদা জেলার সার্বিক উন্নয়নে আজ জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে ও গোলাম রব্বানি৷সঙ্গে ছিলেন এই জেলার একাধিক তৃণমূল নেতা৷ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নূরও৷যদিও তাঁরা নিজেদের সরকারি পদাধিকারবলেই প্রশাসনিক সভায় অংশ নেন৷


৫ একর জমির উপর কার্পেট প্রকল্প তৈরি করা হবে

প্রশাসনিক বৈঠক শেষে সাধনবাবু বলেন, মালদা জেলায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ আজ তিনি খতিয়ে দেখলেন৷আরও কী কী কাজ করতে হবে, তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে৷কিছুদিন আগে মানিকচক ব্লকের কয়েকজন কার্পেট শ্রমিক উত্তরপ্রদেশে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা যান৷তিনি আগামীকাল সেই গ্রামে যাবেন৷ সেখানেই যাতে একটি কার্পেট প্রকল্প তৈরি হয় তার চেষ্টা চলছে৷সেখানে ৫ একর জমির উপর কার্পেট প্রকল্প তৈরি করা হবে৷এতে এলাকার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে৷স্বনির্ভর গোষ্ঠীগুলিও কাজ পাবে৷মহিলারা রোজগার করতে পারলে পরিবারের উন্নতি হবে৷এখানে উৎপাদিত কার্পেট কীভাবে বাজারজাত করা হবে তার রূপরেখাও তৈরি হয়ে গেছে৷তবে শুধু কার্পেট নয়, এই জেলায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য আরও কিছু চিন্তাভাবনা করেছেন তিনি৷এখানকার আমবাগানগুলির ফাঁকা জায়গায় সবজি চাষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷মহিলারাও সবজি চাষ করতে পারবেন৷ অবশ্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই চাষ করবেন তাঁরা৷এই জেলায় সাড়ে ৩ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন৷সেই সংখ্যাটা আরও বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য৷তবে শুধু গ্রামীণ এলাকা নয়, শহরের দিকেও নজর রাখছেন তাঁরা৷মালদা শহর এখন আবর্জনার স্তুপ৷শহরকে আবর্জনামুক্ত করতে হবে৷জাতীয় সড়ক দখল করে কিছুতেই বাজার বসতে দেওয়া যাবে না৷সেকথা তিনি জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন৷জানিয়ে দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানকেও৷তাঁকে প্রতি দেড় থেকে দু'মাস পর পর পৌরসভার বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ সব কিছু নিয়ম মেনে করতে হবে৷



দুর্নীতির প্রশ্নে বিডিওদেরও ছেড়ে কথা বলা হবে না: সাধন পাণ্ডে

সাধন পাণ্ডে বলেন, এখন গোটা রাজ্যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে৷ তাঁদের লক্ষ্য, এই জেলাকে দুর্নীতি থেকে মুক্ত করা৷দুর্নীতির প্রশ্নে বিডিওদেরও ছেড়ে কথা বলা হবে না৷তাঁর কাছে খবর আছে, গীতাঞ্জলি প্রকল্পে ব্যপক দুর্নীতি চলছে৷তিনি জেলাশাসককে এব্যাপারে কড়া হতে বলেছেন৷তাঁদের সরকারের কাছে মানুষ অনেক কিছু চায়৷তার মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য৷মানুষ তাঁদের উপর আস্থা রাখে৷তাঁরাও মানুষের আস্থার মর্যাদা রাখতে বদ্ধপরিকর৷মানুষের বিশ্বাস তাঁদের পেতে হবে৷আগে কী হয়েছে তা তিনি জানতে চাইবেন না৷কিন্তু এখন তিনি যা চাইবেন, সেভাবেই কাজ করতে হবে সবাইকে৷

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page