পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য গাজোলে। খবর পেয়ে তড়িঘড়ি ওই মূর্তি উদ্ধার করে নিয়ে আসে গাজোল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের দোহিল গ্রামে একটি পুকুর খননের কাজ চলছিল। হঠাৎ একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়। স্থানীয় লোকজন মূর্তি পরিষ্কার করে প্রশাসনে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ। মূর্তির আনুমানিক উচ্চতা ৩ ফিট।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন মূর্তিটি দেবী দুর্গার, অনেকেই আবার বিষ্ণু মূর্তি বলে দাবি করছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মূর্তিতে বিভিন্ন দেবদেবীর ছবি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যে এলাকায় মূর্তিটি পুজো করার দাবি উঠতে শুরু করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments